অস্তমিত সূর্যের অন্তিম গোধূলির বেলা
পাহারের কান্নায় বয়ে চলা স্রোতে,
ভেসে চলেছে এই জীবনের ভেলা।


নীলাকাশের রঙে মেঘের ঐ শুভ্র জমিন
হারিয়েছি জীবনের কত শত রঙ,
মনের ক্যানভাস হয়ে গেল ধূসর মলিন।


খরস্রোতা নদীর তীব্র স্রোতের তোড়
ঝড়ো হাওয়ায় বিবর্ণ হোল আমার প্রতিটি ভোর,
তবুও অপেক্ষা সেই সোনালী দিনের
সুখের আলোয় পূর্ণ হবে হৃদয়ের বন্দর।


এই পুলকিত হিয়ার নেই কোন মানা
উড়ে যাবো তাই দূর দিগন্তে,
এই সুখসাগরের নেই কোন সীমানা,
ভেসে যাবে মহাসাগরের মোহনান্তে।


এ হৃদয় কাঁদবে না আর কোন মিছে কারনে
সুবাতাসের সুরধ্বনি তাই বেজে ওঠে কানে কানে।


হাজারো ব্যাথার আড়ালে হৃদয় আজ মুক্ত বিহঙ্গ
আসুক যতই যাতনার পাহাড়,
আমি চাই না কারও মিথ্যে ছলনার সঙ্গ।