সারা পৃথিবীর সকল কষ্ট আজ অবহেলিত
সাগরের বুকে অথৈ জলরাশি অবমানিত,
বিশাল নীলিমার বিশালতা আজ শঙ্কিত।


তবে কি সেই অমোঘ নিয়তি?
যার বিশালতার কাছে সবই অবনমিত,
কি সেই অপ্রিয় সত্য?
যার বিস্তৃতি অসীম নিরন্তর।


সেই সীমাহীনতা গ্রাস করেছে আমায়
পালাবার পথ অবরুদ্ধ
নিভু নিভু জ্বলছে আশার আলো।


জীবনের সীমান্তপানে দাড়িয়ে
ক্ষীণ আলোকে মনে হয় প্রহসন।


এ প্রহসন একান্ত আমারই জন্য
আজ আমি প্রহসনের ভোগ্য পণ্য।


আমায় নিয়ে মজার খেলা হয়
যতনে রাখা হয় প্রিয় খেলনাকে,
খেলা শেষে ভবের সাঙ্গ হয় লীলা
আমি তখন এক বিক্রিত মালা।
যে মালার পুঁথিগুলো নড়বরে
সে মালা রক্ষিত থাকে
কোন এক রক্ষিতার তরে।
ইচ্ছে হলে আমায় পড়বে তার গলায়
নইলে তা পিষবে পায়ের তলায়।


নিষ্ঠুর এই প্রহসন
কেড়ে নিয়েছে আমার হাসি
মুখমণ্ডলের লেপটানো হাসির ছায়া,  
সেতো প্রহসনের যত দয়া।


এই করুনায় পরে থাকবোনা আর
অপার সমুদ্রে উঠেছে গর্জন আবার।


আমি ঝড়ো হাওয়া
আজ আমি সর্বনাশা,
উত্তাল ঢেউয়ের আঘাতে ভাঙ্গবো অমানিশা।


সূর্যের সত্য আলোয়
চুরমার করবো সকল আঁধার
নিষ্ঠুর কষাঘাতে করবো শাসন বারবার।


চির সবুজের প্রতীক আমি
চির অম্লান আমার দ্যুতি,
প্রহসনের অশ্লীল কালিমাকে
নিজ হাতে দেবো চিরসমাধি।


সবুজের অমোঘ প্রভাব
গ্রাস করবে সকল কালিমাকে
চির সবুজ সৈনিক আমি
স্বাগত জানাই এ বিজয়কে।


আমি উম্মাদ, আমি পাগল
আমি স্বাধীনতার কাঙ্গাল
আমি মাতাল আমি উত্তাল
আমি ছিঁড়বো হতাশার জাল।



চিরসবুজ পৃথিবী হেসে উঠবে আবার
নীলিমা ফিরে পাবে তার বিশালতা
তবে এই হোক শপথ আমার,
স্নিগ্ধ সবুজের অবিশ্বাস্য সফলতা।