বহু বছরের বর্ণীল এই বসুধার মাঝে
আজও মোর বিবর্ণ জীবনের বাজিমাত হলো না,
সেজেছিল জীবন কতো রঙ বেরঙের সাঝে
তবুও ক্ষত বিক্ষত চিহ্নগুলো আড়াল হলো না।


সবুজতম যৌবনের অমূল্য সময়ের মূল্য
আজও আমি পাইনি খুঁজে আমারি জন্য,
সস্তা জীবনের এই বিশাল আয়োজনে
আমিও তাই এক সস্তা পণ্য।


ফেলে আসা সৃতি সেতো নয় কোন গল্পগাঁথা
আমার প্রতিটি কষ্ট যেন এক নীল নকশিকাঁথা।


সুখসৃতি গুলো মোর বেঁচে আছে চির অমর
কতো শত যাতনার দাবানলের আড়ালে,
যেন মিষ্টি সুবাতাসের একটুখানি আদর।


ছোট ছোট ঢেউয়ে এগিয়ে যায় এই জীবনতরী
গন্তব্য জানি ঐ সমদ্রের মোহনায়,
এভাবেই যেতে যেতে মিশে যাবো
হয়তো হারিয়ে যাবো অসীমের গোলকধাঁধায়।


মূল্যহীন এই জগতের কাছে হেরে যাবে অবলীলায়
একান্ত আবেগি কোন এক স্বত্বা,
অভিমানে নিঃশেষ হবে চির নীরবতায়।