শতবর্ষের সুপ্ত সাধনার সাফল্য কোথায়
কোথায় সেই সমীরণের শুনশান শব্দ,
শীতল সীমাহীন সাহারার উত্তাপ কোথায় হারাল?


জানিনা কেন সুদূর সাগরে সবুজের শতছিন্ন আলো
কেন সাতরঙ্গি রংধনুর সবুজ ম্লান হল?
শত সবুজের বুকে তাই নেমে এলো আঁধার কালো।


সারি সারি শালিকের করুণ আহাজারি
সবুজ বৃক্ষরাজির হলদে বরন হাতছানি।


আমার সবুজ স্নিগ্ধ সান্ত জগতের আঙ্গিনা
আঁধার কালো বর্ণহীন জীবনের আড়ালে
চাইনা  তোমার মায়াহীন বন্দনা।


আমি চাই দীর্ঘশ্বাস ঐ সবুজের বুকে
চাইনা কোন প্রহসনের প্রেম,
ধ্বংস হোক সে ধুকে ধুকে।


স্বাগত জানাই হে আমার দৈন্যতাকে
সীমাহীন এই সবুজের মহাসমারহে,


সুখ সাধনা ভরে থাক সারাজীবনে,
চিরসবুজ এই বসুধায় চিরসুখের আবরণে।