এখন আমি আর স্বপ্ন দেখিনা
তীব্র ক্লান্তিতে তলিয়ে যাই
অবসাদের রাজ্যে.........।
হায় পৃথিবী......উত্তাল উত্তপ্ত নগরী
আমাকে আর কত ছুটতে হবে?
আর কত সহ্য করতে হবে
নিয়তির নিয়মিত কষাঘাত?
আমি ক্লান্ত অবসন্ন অস্থিরতায় আছন্ন
বিধাতার শমন বুঝি শীঘ্রই আসন্ন।
হায় জীবন...কত রঙিন স্বপ্নের বুনন
কেন ধরা দিলে ঘাতকের রুপে
সর্বহারা হলাম আমি কোন অভিশাপে?
ভোরের নরম ঘাসের শিশির বিন্দু
ছুঁতে চেয়েছিলাম আমি,
রংধনুর স্বপ্নময় সাত রঙের দিকে
ভুল করেও হাত বাড়াই নি।
কতটা চাওয়া থাকলে
তা অপরাধে পরিণত হয়?
হে জানা অজানার মালিক
হে সর্বময় সর্বশ্রেষ্ঠ সত্তা
হে আমার নিঃশ্বাসের স্রষ্টা......
আমাকে বলে দাও আমার সীমারেখা,
আমাকে চলতে শেখাও
তোমার দেখানো পথে,
বিচ্ছিন্ন করে দাও আমায়
মিথ্যা সম্পর্কের বেড়াজাল হতে।
হে দয়াময় বিশ্ব ভ্রমাণ্ডের অধিপতি
মুছে দাও আমার অন্তর হতে
মিথ্যা ভালোবাসার মোহ,
অপার আবেগের আধিপত্য।
আবেগের আগ্রাসনে ক্লান্ত আমি
চির শান্তি পেতে চাই তোমার ছায়াতলে,
আমাকে প্রতিষ্ঠিত করে দাও
আবেগহীন এক বিবেকবান মানুষ রূপে।