এত কিছু এই জীবনের আয়োজন
কত শত আপন প্রিয়জন,
খুঁজে ফেরে তবু পাগন এ মন
নিঃসঙ্গ নিকোষ কালো ঘরের কোণ।


সবুজ বনের শ্যামল ছায়ায় আমায় খুঁজোনা
সেই শুভ্র শান্তি আমার সহ্য হয় না।
অস্তমিত সূর্যের পড়ন্ত বনভুমি
সে গধুলির রঙ্গে আমায়,
খুঁজে নিও তুমি।


খুঁজোনা আমায় তুমি কোন সাদা মেঘের ভেলায়
কেননা আমার মেঘগুলো আঁধার কালো,
সহসা বজ্রপাত আর প্রজল্লিত আলো।


রংধনুর ঐ সাত রঙ্গে আমায় খুঁজোনা
কারণ আমি বর্ণহীন,
বর্ণীল জীবনের বেদনাভরা শতরঙ্গ
আমায় করেছে হৃদয়হীন আর রঙ্গহীন।

ছেড়ে যাবো আমি আর
ছেড়ে যাবে তুমি,
রবে কি শুধুই আঁধার অভিমান ?
চলে যাবে তুমি আর
চলে যাবো আমি,
রয়ে যাবে মোদের গল্প অম্লান।