উত্তপ্ত খরতাপের পিচঢালা রাজপথ
তবুও চলতে হবে নগ্নপায়ে,
বিষণ্ণ পথিকের কঠিন শপথ।


পুড়ছে এই কৃষ্ণকালো অচিন সরনী
জ্বলছে সে পথের অভাগা পথিক,
পোড়ামনের নেই কোন দাম
কানে কানে তাই বলে ধিক শত ধিক।


নিঃসঙ্গ পথিকের সঙ্গ হলো মধ্যরবি,
টগবগে ভালোবাসায় মাতাল হলো রক্তকরবী।


বর্ষার নেই কোন বর্ষণের প্লাবন
তাই নেই সেই বাদল দিনের গান,
তবু কেন পথিকের কপাল বেয়ে
ঝড়ে এ কোন আষাঢ়ের বান?


আমি নই কোন দিকহারা নাবিক
নই আমি কোন পথিক পথহারা,
গন্তব্য আমার ঐ সুদূর দিগন্তের পানে
জীবন যেখানে উষ্ণ আনন্দে দিশেহারা।