মন মানসীকে পারেনি বোঝাতে ইহকাল  
মিশির আঁধারের ন্যায় অবরুব্ধ এক মাতাল।


মাতোয়ারা দিশেহারা অস্থির অবচেতন
বোঝেনা শোনেনা মানেনা কোন বারন।


উত্তাল স্রোতস্বিনী, এই পার ওই পার
নেই কোন কূল,
মাঝপথে মনতরী দিকহারা,পথহারা
হায়! করেছি কি ভুল।


ঝিকমিক বালুচর, চিকচিক বালি
মন বলে ধিক ধিক শতধিক তালি।


বর্ষার আগমনী, যেন ময়ূরীর হুরহুরি
বর্ণীল পেখমের ছড়াছড়ি,
মন মরুর ময়ূরী, সেতো যাতনার বারাবারি
শত সহস্র ব্যাথার আহাজারি।


যাবে যদি উড়ে যাও
শ্বেত শুভ্র সে মেঘমালা,
মোর মরূদ্যানে কভু আসেনি
সেই নশ্বর আলেয়ার দোলা।


শুভ্রতা থাকে যদি, আছে মোর মরূদ্যানে,
নীলকণ্ঠহীন কোন শ্বেতাঙ্গ ময়ূরীর মুখপানে।


মরূদ্যানে কভু থাকেনাকো ময়ূরী
খেলেনা সে বাহারি পেখমের খেলা,
মন মরূদ্যানের এমনই ময়ূরী সে,
চির ছলনার ছেলেখেলা........।