বহমান নদীর দীর্ঘ পাড়ি
বকের ছায়া সারি সারি,
আমার মনের অধীর চাওয়া
ভাঙ্গা ডিঙির বৈঠা বাওয়া।


যাচ্ছে ভেসে ঐ মন মোহনায়,
হারিয়ে যাবে কোন এক অবেলায়।


আশায় আশায় মিছে বুক বাঁধা
যেন এক মহাকাব্য গল্পকথা।


আমি ফেরারি হলাম সেই মোহনার খোঁজে
পেলাম খুঁজে তারে চক্ষু বুজে।


তবে কোন নদীর আরোহী আমি?
যার মোহনা থাকে আঁধার ধাঁধায়,
খুঁজে ফেরে মন তাকে,
তবু সে শুধুই কাঁদায়।


এ মোহনার সন্ধানে সব হারালাম আমি
যেন এক সর্বস্বান্ত জুয়ারী,
এ নদীর নেই কোন কূল
হলাম আমি অশান্ত ব্যাকুল
হাতছানি দেয় শত দুঃখ দুয়ারী।