কোন এক হারানো আত্মাকে খুঁজে চলেছি আমি
বালুময় সমুদ্রপ্রান্তর হতে পাহারের চুড়ায়,
ধোয়াটে কুয়াশাভরা কোন আজানা রাস্তার মোড়ে
কিংবা কোন অলিগলির গোলকধাঁধায়,


অবশেষে খুঁজে পেলাম তাকে
কোন এক নীল নদীর মোহনায়
কিন্তু একি! এ কার আত্মা?
কাকে আমি খুঁজে চলেছি নিরন্তর,
এতো আমারই হারানো আত্মা
যে নিখোঁজ হয়েছিল আজানা সুখের খোঁজে।


কতটা বোকা আমি!!! যে নিজের কাছেই পলাতক
যে খুঁজে বেড়াচ্ছে নিজেরই হারানো সত্তাকে
ধিক শত ধিক সেই আত্মাকে
ধিক্কার দেই আমি আমার পরাজয়কে,
কেননা পরাজিতরাই পলাতক।