যদি কিছু থেকে যায় মনের গভীরে
তুমি স্পর্শ করেছিলে, কিন্তু
দেখেছো শুধুই মরুভুমি,
সেখানেও প্রান ছিল আশা ছিল
বোঝনি কখনো তা তুমি।


অগোচরে ছিলাম শুধু আমি
তুমি ছিলে মরীচিকার মত,
শুধুই দেখা যায়
সৌন্দর্য উপভোগ করা যায়
দিয়েছ উজাড় করে যত।


তবুও তুমি জেনে রেখ এ কথা
হৃদয় মাঝে লুকানো যত ব্যাথা,
তোমাকেই দেবো উপহার
যদিও তুমি ভুলে যাবে বার বার।


নিশ্চয়ই ভুল ভাংবে তোমার একদিন
বিবর্ণ হবে সব সৃতিগুলো সেদিন।
হয়ে যাবে তুমি দিশেহারা
হবে তুমি পথহারা
পাবে নাকো কোন সাড়া।
তখন তোমার আশ্রয় হবে এই হৃদয় মরুভূমি।


জীবনের বড় ভুল তুমি করবে তখনই
মরুভূমিকে পুরনো জলাভুমি ভাববে যখনই।


এ হৃদয় এখন শুধুই এক মরুভূমি
তোমার দেখা জলাভূমি আর নেই।


এ হৃদয় একদিন তোমার স্পর্শে ছিল ব্যাকুল।
আজ সেখানে কেবল আঁধারই সম্বল।


তবুও তুমি ভুলে যেতে চাও
অতীতের যত কথা,
আমি তবু ভুলতে পারিনা সে ব্যাথা।


তাই এ হৃদয় আজ যেন এক দুর্ভেদ্য প্রান
যার নেই কোন পিছুটান।


তাই আজ আমি ফিরিনা কোন পিছুটানে
একাকী পথ চলি গানে গানে।


    
                                               রচনাকাল- ২৩/০৪/২০০২