কত শত চিহ্ন ছিল এই হৃদয়ের গভীরে
মুছে গেছে সবই ক্ষতচিহ্নের আড়ালে,


তবুও চিহ্ন তো কিছু থেকেই যায়
হোক তা কান্না কিংবা হাসির।


সেতো থেকে যায় মনেরই মাঝে
লালন করি তারে সহস্র যতনে।


তবে এবার ফিরে এসো তুমি
এই অন্তহীন গহীন হৃদয়পানে,
সুখচিহ্ন গুলো মোর খুব সীমিত
তবে আক্ষেপের ক্ষতগুলো অপরিসীম।


অনন্ত অরন্যের মাঝে হারিয়ে ফেলেছি
অমূল্য কিছু সুখচিহ্নকে,
কুৎসিত কালো ক্ষতগুলকে নিয়ে
গোলোকধাঁধাঁয় ঘুরছি আমি
কলুষিত এই বনভুমির চির আলিঙ্গনে।


কখনও খুঁজোনা আমায় এই আঁধারের ভীরে
জানি এ অমানিশা তোমার সইবেনা,
আমি জানি কতটা শুভ্র তুমি
কতটা পবিত্র তোমার অন্তরসীমানা।


আমার এই পঙ্কিল অরন্যের গভীরতা
কেবলই এক পাপিষ্ঠ পথিকের জন্যে,
প্রতিটি পথের পাশবিক ধোঁকায়
সে পথিক আজ চির পথহারা।
কোন এক আলোর পথের খোঁজে
বিসর্জন দিলো সে নিজ আলোর স্বত্তাকে।


চির কালিমায় ডুবে গেলাম আমি
সুখচিহ্নগুলো দিলাম তোমায় উপহার,


চির আঁধারের অধিবাসী হয়ে রব আমি
ডেকোনা সে আলোর পথে আমায় বারবার।