কে তুমি বল,চেয়ে আছো মোর পানে
জানিনা তোমায় আমি
কোন সুর বাজে কানে?


কে সেই যার মন বিষে ভরা
সেই কি তুমি, রুপ নয়নকারা?


তবে কি আছে ঐ রুপের আড়ালে
তীব্র বেদনার আঘাতে হৃদয় কাঁদালে
অন্তহীন সাগরে মোরে ভাসালে।


ভাঙ্গা মনকে ভেঙ্গে কি লাভ তোমার
রক্তাক্ত হিয়াকে তাই রাঙ্গিওনা বারবার।


আমি জানি কে তুমি, কি তোমার পরিচয়
তুমি মোর মনকুঠরির শয়তান
আজীবন মন্ত্রনা তব, চির অমর হয়ে রয়।


সাধনা করে যাবো আমি তিক্ত আমরন
ধ্বংস করবো তোমায়, তুমি হবে নিবারন।


জানি ভাগ্য আমার বিরুপ
তবু পিছুটান নেই কোন,
পরাজিত হবে তুমি নিশ্চই
বাজে বিদায় ঝঙ্কার ঐ শোন।


আমি এক বহমান নদী
গন্তব্য শুধুই সাগর,
তুমিতো এক পঙ্কিল হৃদয়
চির ছলনার মিথ্যে সমাদর।