কর্কশ মেঘের গর্জনে
কেঁপে ওঠে গগনের তারাগুলো
যদিও তারাগুলো অদৃশ্য।


নিষ্ঠুর নিয়তির নির্মম আঘাতে
কেঁদে ওঠে হৃদয়ের সুপ্ত সুখগুলো
যদিও সুখগুলো মোর চির নিঃস্ব।


আঁধারের ভালোবাসাকে করেছি আপন
হয়তো সেটাই ছিল এক ভুলের কাব্য,
শ্রাবণের ধারাকে করেছি অবগাহন
শরতের স্নিগ্ধতা রয়ে গেছে চির অব্যাক্ত।


চিরসত্য আলোকে করেছি আমি অবহেলা জানি
জানিনা কেন কালিমার কালো আলিঙ্গন
হৃদয়ে দিয়েছে মিথ্যে ভালোবাসার হাতছানি।


মায়াবী অমানিশার সেই আবেগী ক্রন্দন
করেছে আমায় এক চির ফেরারী পথিক,
ধুকে ধুকে চলতে থাকা পরাজিত সত্ত্বা আমি
পলাতক জীবনকে তাই জানাই গভীর অভিনন্দন।