এই রাজপথে তোমার প্রতিটি পদচিহ্ন
এক অন্তিম অহংকারের আর্তনাদ,
ঐ দূর পরবাসে হারিয়ে যাবো আমি
হারিয়ে যাবে তুমি,
মুছে যাবে সব ভুলের মিথ্যে অপবাদ।


জীবন যেখানে এক জলন্ত আগুন
তুমি সে আগুনের লেলিহান শিখা,
মন যেন এক অলীক ফানুস
তুমি সে মনের আঁধার অমানিশা।


আমার আকাশে নেই কোন সুখতারা
কালো ঘনঘটার গভীর আবরণ,
আমার দু নয়নে নেই কোন ঋতু
বারো মাসেই ঝড়ে শ্রাবণ।


শ্রাবণের বারিধারায় রচিত হবেনা কোন সাগর
তবুও সে অস্রুধারা যেন এক মহাসাগর।
মহাসাগর শুকবেনা কোনদিন
তাই এই হৃদয় চিরসিক্ত,
সুখ পায়রা কভু উড়বেনা তোমার আকাশে
ঘৃণ্য হৃদয়ের যাতনায় সে চিরবিরক্ত।