এই অচেনা শহরের সীমানাকে
স্পর্শ করার স্পর্ধা আমার নেই,
নেই আমার কোন ঠিকানা এই নগরীর বুকে।


তবুও জানিনা কেন ঘুরছি গোলোকধাঁধায়,
নিঃশেষ হয়ে যাচ্ছি আমি ধুকে ধুকে।


অচেনা সত্তার মাঝেও বাস করে চেনা কেউ
ঠিক তেমনি অচিন এ জনপদের তীরে,
চেনা কেউ কি নেই আদৌ?


আমি দেখেছিলাম তোমাকে সেই অচেনাদের ভীরে,
চিনেছিলাম তোমাকেই আপন মনের গভীরে।


অচেনা তোমাকেই মনে হলো আমার
চির চেনা কোন বাসর,
অজানা এই নগরী হয়ে গেল তাই
মহাবিশ্বের সবচেয়ে চেনা কোন শহর।


অচিন আঁধারের অলিগলি যেন
হয়ে ওঠে আলেয়ার মূর্ত প্রতীক,
তোমার হাত ধরে চির চলার এ পথে
আমি যেন এক চির বিস্ময়কর পথিক।