শুকনো পাতার পুরনো মড়মড় সুরধ্বনি
স্মরণে আসে বারে বারে আমার,
জীবন যেন এক উত্তাল স্রোতস্বিনী।


টলমলে জল তার ছোট বড় কত ঢেউ,
বয়ে চলে সাগর পানে, খোঁজ রাখেনা কেউ।


আমি ছুটে চলেছি অজানা অচিন পথে,
কত শত ব্যাথা আর সুখছবি নিয়ে হাতে।


জানি সঙ্গী নেই আমার কেউ
নেই তাতে কোন ভয়,
অজানা পথের সাহসী পথিক আমি
জানি দীর্ঘ আঁধারের পরেই হবে,
স্নিগ্ধ প্রভাতের আগমন নিশ্চয়।


সহস্র সাহস আর অসীম আশার আলো,
ভেঙে করেছে চুরমার সব হতাশার কালো।


জানি কেউ নেই আমার অপেক্ষায়
নেই কেউ বিজয়ী যোদ্ধার অভিনন্দনে,
তবুও জানি একদিন খুঁজবে আমায়
গভীর চোখের ঐ দীর্ঘ ক্রন্দনে।