ধূসর কালো মেঘের অলিগলির ফাঁকে
উঁকি দেয় জীবনের আলো,
কত শত আশা আর ভালোবাসা
ফাঁকি দিয়ে এলো আর গেলো।


হয়তো এ মনের আঁধার অলিগলি
হতেও পারে তা তোমার চোখের বালি।
তবুও তোমার ঐ গভীর পল্লবরেখা
যেন আমার হৃদয়পথের অন্তহীন পদযাত্রা।


বয়ে যায় বেলা হয়তো একেলা,
থেকে যায় তবু গোধূলির রক্তিম ভেলা।


সে ভেলায় ভেসে যাবো আমি
রক্তলাল রং হয়ে যাবে ধূসর কালো,
আবারও উঁকি দেবে সেই জীবনের আলো
জীবন মরনের মাঝে মিছেমিছি এই খেলা,
লাগে আমার বড়ই ভালো।


এই অমোঘ খেলার খেলনা আমারা সবাই
যেন বাঁধা পড়েছি এই ছকে,
কবে শেষ হবে এই ভবলীলা
তীব্র আর্তনাদ বেজে ওঠে এই বুকে।