ঘুমের চোখে বিষ মিশিয়ে দিচ্ছে কারা?
অন্ধকারের নীল আলোতে বাঁধন হারা।
দৈত্ত দানব কোথায় গেলি হাওয়ায় মেলে?
মিথ্যে আলোর গুতোগুতি খেলা খেলে।
রাতের বেলার জ্বীন পরীরা আয়না ছুটে,
জমাট বুকের পোড়া মানিক নেনা লুটে!
চাঁদের বুড়ির হলুদ ঠোটের আলতো চুমো,
নে নে বাপু অনেক হলো আজকে ঘুমো।