কবি তোমার কলমখানি বন্ধ করো, চক্ষু খোল।
তোমার আঁখি এতো কালো কেন কবি? দেখিতেছিলে  নগ্ন ছবি?
বিবসনা নারী, কামবিহারী - ওরা তোমার নয়ন করেছে কালো?
সেই কালো ঢেলে,  কাম পত্র জ্বেলে, কবি তুমি চাও ছড়াতে আলো?


তুমি,  সাধুশব্দে মূল্যবোধের ঝুলিয়ে মুলো, নীতির দ্বন্দ্ব হটাও,
কবি তুমি ছন্দ দিয়ে বন্ধ করো,  মতাল করো আলোর দ্বোর,
তারপর খোলো অন্ধকারে লুকোনো লালসা, প্রেমের ঘোর।
বাসনার মেঘ ভরে দিয়ে তুমি মেঘলা করো যৌবন-মোন,
সেই মেঘো ভারে কামনার বারি ঝরে, সামাল দিবে তা কোন জন?


তব সেই ঘোরে কতো সতী নারী পোড়ে,  বিবেক হারায় কতো নর,
বিলিয়ে তারা পাপের ধারা,  হয় আপন নয়তো পর।
তুমি শুধু তারে করিতে মহান, বলিবেনা কাম বলিবে প্রেম,
কাব্য শব্দে ধুয়ে তুমি তারে পবিত্র করার খেলে যাও গেম।


ধর্মকে তুমি প্রথা বলে মানো, তবে তার দাও প্রমাণ  হেথা-
তোমার বধূকে লোকের দুয়ারে কামজগতে দাও ঠেকাতে মাথা।
জানি তুমি কবি কাব্যের ছলে প্রেম বলে করো  কাম কীর্তন,
উপরে  নিরেট প্রেম কানন, তলে তলে চলে  সতীত্বের লুণ্ঠন।