বসন্তের এই সবুজ সকাল, শিশির পথে হাটছি রে
তোর ভেতর দেখছি সবি, তোর কথাই ভাবছি রে।
বেগুন ফুল হাঁসছে দেখি, তোর মতোই ভঙ্গিমায়
তোর মতোই সাঁজছে ওরা, তোর মোতই কাঁদাতে চায়।  


মোমৌমাছিটা আসেনি ফুলে, বাসেনি ভাল ফুলটাকে
তুইতো এমনি থাকিস দূরে, বুঝিসনা মোর মনটাকে।
অন্ধকারে শিশির আসে, পাতার বুকটা স্বপ্নে ভাসে
এমনি করে স্বপ্নে আসিস, স্বপ্নে থাকিস বার মাসে।


সব কবিতা তোর জন্যে, তোর কাছে আসতে চায়
তোর সাথে বলতে কথা, শুধু তোকেই ভালোবাসতে চায়।


বি: দ্র: কবি এখানে  কোনভাবেই পাঠকদেরকে বিবাহ বহির্ভূত  হারাম সম্পর্কে জড়ানোর জন্য উৎসাহিত করেননি । কবি আখিরাতে আপনার কৃত খারাপ কাজের দায়ভার নিবেননা।