তুমি রক্তিম, চির তুর্য
আমি তোমাতে হারিয়ে মুগ্ধ।
তোমার মিষ্টি মুখের হাসি,
গোলাপি ঠোট খানি, বড় ভালোবাসি।।


জগতে তোমার দ্বিতীয় খুঁজিয়া নাহি পাই,
আমারে চাইলেও পাইতে পারো তাই।
তোমার চুলের খোপা, আমি দিয়েছিলাম তোমায় জবা-
জানিতাম কি তুমিই আমার হবা?
এখনো কি অপেক্ষা করো লাল শাড়ি পড়ে!
জানো সখি? তুমি শুধুই আমারি রবে।।


যতোটা ভালো দেখো আমায়
ভালো নেই আমি!
বুকে জমা কষ্ট গুলো বলা হয়নি,
আজো যা জানোনা তুমি।