ক্ষণিক জীবন যৌবন,মিথ্যা মায়া জাল,
অল্পে যদি থাকি সুখি,শান্তি চিরকাল।
জিরু থেকে হিরো আশা,করি না কখন,
খেয়ে পড়ে বেঁচে থাকি,মাটির আসন।
সব ত্যাগী মহৎ হয়,ত্যাগের মহিমায়,
সত্য পথ নিত্য খুঁজে,মিথ্যা ভুলে যায়।
সব ক্ষেত্রে সত্য কথা,সবার বলা চাই,
ত্যাগ যন্ত্র মহান মন্ত্র,তুলনা যার নাই ।
পর হিতে স্বেচ্ছা শ্রম,করে যদি যাই,
এত ভালো কাজ ভবে,আর কিছু নাই।
সাহিত্যিক বৈজ্ঞানিক,নিরলস  চেষ্টায়,
আবিস্কারের অবদান,বিশ্বময় ছড়ায়।
মাটি পানি আলো বায়ু,খনিজ পদার্থ,
জ্বলে পুড়ে যাহা গড়ে,নাহি কোন স্বার্থ।
জন্ম থেকে জ্বলে যারা,পর হিত করে,
সর্ব কালে সমাদৃত,লোক লোকন্তরে।
দুঃখ দৈন্য মুছে ফেলে,ফলাই নব শস্য,
হাঁসি খুশি প্রেম ভরা,গড়ি নব বিশ্ব।
সব লোক সুখি হোক,স্নেহ প্রীতি ডোর,
মায়া বন্ধন পুস্প চন্দন,খুলি মনঃ দ্বোর।
ভোগ ছেড়ে ত্যাগ দিয়ে,বিশ্ব করি জয়,
সবে মিলে করি কাজ,পর কেহ নয়।
নিত্য দিনে মনে মনে,করি ভালো কাজ,
বড় ছেড়ে ক্ষুদ্র আশা,করলে মহা রাজ।
সবে মিলে করি কাজ,আপন পর নয়,
আলো ভরা অন্ধ ধরা,হাঁসি খুশি রয়।
সত্য সুন্দর অল্পে বিস্তর,তুষ্ট পুষ্ট মন,
জাতি ধর্ম বর্ণ ভুলে,গাহি সাম্যের গান।
প্রকৃতির শিক্ষা নিয়ে,উদার হতে চাই,
স্নেহ দিলে পাষাণ গলে,কথা মিথ্যা নয়।