জানুয়ারীর প্রথম দিনে প্রথম ছিল দেখা,
ফেব্রুয়ারীর সারাটা মাস লাগছিল মোর একা।
মার্চ মাসে খুঁজি আমি সারা বাংলায় তারে,
এপ্রিল জুলে আঁকতাম ছবি হৃদয় গভীরে।
মে মাসে হঠাৎ দেখি কৃষ্ণচুড়া তলে,
জুন মাসে বকুল মালা পরিয়েছি তার গলে।
জুলাই ছিল সুখে ভরা হবেনা তূল যার,
আগষ্ট যেন ছিল আমার স্মৃতির একটা পাহাড়।
সেপ্টেম্বর এর পুরো মাসটা ছিল অভিমানের,
অক্টোবরে ধীর গতীতে ধরল ফাটল প্রেমের।
নভেম্বর মাসে কথায় কথায় রাগে উঠত জ্বলে,
ডিসেম্বরে ভাসাল আমায় বেদনার নীল জলে।