মেঘলা আকাশ ছিল সেদিন কালো মেঘে ঢাকা,
কুটির বিহীন উড়াল পাখি,
কুটির খানার পাচ্ছিলনা দেখা।
অশ্রুসিক্ত দুই নয়নে,
খুঁজতেছিল আপন মনে,
পাইনি খুঁজে আপন কুটির ছিল বড়ই একা।।


হারাল তার সঙ্গি সেদিন পেলনা আর ফিরে,
আজও কেঁদে অশ্রু ঝরাই,
একলা বসে ঘরে।
পাবেনা তার হারানো বাসা,
তবুও পাখির মিছে আশা,
পঁথ পানে থাকে চেয়ে পাবে সাথীর দেখা।।


সকাল গড়িয়ে আসে বিকাল, সন্ধা, রজনী,
অশ্রুজলে ভাসে নয়ন,
দেখে যব রাতের চাঁদনী।
কতই মধুর ছিল জীবন,
জোন-প্রহরে ভরত যে মন,
সাগর জলে মিশল রঙ্গিন স্বপ্ন সুখের আাঁকা।।


হিজল ঢালে সাথী তাহার গাইত কত গান,
পাশ্বঢালে নাচত পাখি,
জুড়িয়ে যেত প্রাণ।
সেই সূর সে আর শুনবেনা,
বুঝেও পাখি বুঝেনা,
এভাবে একদিন সেও যাবে হয়ত পাবেনা সাথীর দেখা।।