আমার মন বলছে, আমি পালিয়ে এসেছি।
পালিয়ে আসার হাজার কারণের মধ্যে একটি কারণ খুব করে বুকে বাজছে।
তোমার হৃদয়ে ভালোবাসার যে বহর দেখেছি,
সেটি সামলে চলা খুব কষ্টকর ছিল।
বিপরীতে, তোমাকে অবহেলা করব সে শক্তি ছিল না।
ভালোবাসায় আশক্ত হয়ে দুইয়ের মাঝামাঝি থাকা যে বেদনাদায়ক,
নিদারুণ ক্লান্তিকর;
সেই ব্যর্থতা ঢাকতে পালিয়ে এসেছি।
জানাই তো, ভালবাসা যে অর্থে কাছে টানে,
দূরে ঠেলে দেয় অনেক বেশি।
ভালোবাসা যে অর্থে কাউকে দেবদাস বানায়;
আমাকে বানিয়েছে পরবাসী।
ঠিক কি করে পালিয়ে এলাম সে কথা বলতে চাই না।
সে গালগল্প শুনে তোমার কাজ নেই।
অথবা, সে গল্পে খুব আশার বাণী নেই।
তবুও পালিয়ে এলাম এই ভেবে মাঝেমধ্যে রোমাঞ্চিত হই; সুখ পাই।
পালিয়ে এসে বুঝতে পারছি আমার জীবনের সাথে সন্ন্যাসীর অনেক মিল।
তাই হয়তো সন্ন্যাসীর মত সংসার ব্রত ফেলে ঘুরে বেড়াতে খুব লাগছে।
বিশ্বাস করো, আমি পালিয়ে গেলেও যদি আমার প্রতি
তোমার ভালবাসা অক্ষত থাকে,
তাহলে বুঝব তুমি দেবী হয়ে গেছো।
আমার প্রার্থনায় তুমি থাকো; ভালোবাসা পালিয়ে বেড়াক।