ঘুরে এসে লঙ্কা
ঘুরে এসে বিলাত,
লোকের মাঝে দেখি
চলছে এক আলাপ।


কেউ করে কাজের কাজ
কেউ করে অকাজ,
কাজের লোকেরা বলে
অকাজেরা দূরে থাক।


চলার পথিক শুনে
দাঁড়ালেন সেই ক্ষণে,
কাজ আর অকাজের কথা
শুনলেন শান্ত মনে।


পথিক ভেবে চিন্তে
জানালেন জনে জনে,
এইবেলা থামুন সবাই
বলছি আপন মনে।


প্রয়োজনের কাজ যদি
জীবনকে করে ভাল,
বিনা প্র্রয়োজনের কাজ
জগত করে আলো।