কামরুল সরকারের কথা মনে আছে?
- কে সে? আমি জিজ্ঞেস করি।
ঐ যে শাসনগাছার চা দোকানে একটি ছেলের সাথে আপনার পরিচয় করিয়ে দিয়ে ছিলাম-
ডালিমের মত চেহারা; বিশাল কপালের ছেলেটি!
তাকে দেখে বলেছিলেন সাক্ষাৎ উত্তম কুমার।


- হুম, মনে পড়েছে। কি হয়েছে তার?
আপনার সাক্ষাৎ উত্তম কুমার আত্নহত্যা করেছে।


তিনি চুপকে গেলেন।
আকাশের দিকে তাকিয়ে বললেন-
- আচ্ছা!


বললাম, আত্নহত্যার ব্যাপারটি ঘটেছে অতি সাধারণ বিষয়ে!
- জানতে উদগ্রীব হলেন।
বললাম, প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়া থেকে কামরুল প্রাণ দিয়েছে।


কামরুলের টেবিলে একটি ছোট চিরকুট পাওয়া গেছে।
তার এক বন্ধুর কাছ থেকে জানলাম সেখানে লেখা ছিল-


"আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
দায়ী যে, সে আমার হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতি"।


তিনি বলে চললেন-


প্রেমেই যখন সব সৃষ্টি
প্রেমের কারণেই মরণ,
প্রেমের কারণে বদলে যায়
বেঁচে থাকার ধরণ।


প্রেমের জন্যে গড়ে মানুষ
আগ্রার তাজমহল,
যমুনায় চাপা পড়েছে
হাজার চোখের জল।


- বলতে থাকি,
প্রেমের কিন্তু নিদারুণ শক্তি আছে-
প্রেম যেমন ভাসায়, তেমন হাসায়।
যেমন কাঁদায়, তেমন জ্বালায়।  


------------------------------------------------------------------------------
আমাদের ভাবনার মধ্যে বারবার কামরুল সরকারের কথা উঠে আসল।
আমি তাকে বললাম, "সরকার সাহেব";
আমার সহকর্মীর কাছে সে "সাক্ষাৎ উত্তম কুমার"।