প্রথম দেখায় অজানা শিহরণ - ভাললাগা ও চেয়ে থাকা,
স্বপ্নের ভেলায় ভেসে যাওয়া – চেতনে ও অবচেতনে,
হাতে হাত আর চোখে চোখ - কিছু স্পর্শ ও অনুভব,
অদেখায় প্রতি মুহুর্তে অপেক্ষা – শুন্যতা ও অস্থিরতা,
দর্শনে কথামালার ফুলঝুরি – একান্ত ছন্দ ও দোলা,
স্বপ্নীল ইচ্ছেদের একাত্মতা – প্রতিজ্ঞা ও ব্যকুলতা,
রাতজেগে কথোপকথোন – ভালবাসি ! ভালবাসি !
ভিন্ন দেহাবলীর অভিন্ন স্বত্তায় শুরু হয় একক সংসার –
                                   ভালবাসার প্রথম পুরুষ ।


অহর্নিশি টুকটাক ছুঁয়ে থাকা – আকাঙ্খা ও উত্তেজনা,
মুঠো মুঠো দাবি দাওয়ার পর্ব – আদর ও ভালবাসা,
আমি, তুমি এসবের রুপান্তর – আমরা ও আমাদের,
ভালবাসার রঙগুলো বেশ গাঢ় – রক্তিম ও নীলাভ,
জৈবিক প্রেমের নিশিদিন উম্মোচন – পুর্নতা ও সম্পুর্নতা,
ভালবাসার সামাজিক অভিশ্রবন – পরিবার ও বন্ধুমহল,
চারিত্রিক ব্যাকরনগুলোর আদান প্রদান – মান ও অভিমান,  
অভিন্ন স্বত্তার ভিন্ন দাবি দাওয়ার গানিতিক বংশবিস্তার –
                                    ভালবাসার দ্বিতীয় পুরুষ ।


দিবানিশি অভিযোগের তুলতুলে পরশ – শ্রাগ ও ক্রোধ,
কখনও উপেক্ষাদের অনিমেষ বর্ষন – কষ্ট ও অপমান,
স্বপ্নীল শব্দগুচ্ছরা রঙ হারিয়ে বিবর্ন – নির্বাক ও স্তব্ধ,
অনুরাগের সমাধিতে জৈবিকতা অমর – স্তিমিত ও কদাচিৎ,
ক্ষনেক্ষনে ভালবাসি ভালবাসি কথামালা – নিস্তব্ধ ও বিলুপ্ত,
দুর্বার দাবি-দাওয়ার অভিযোগ নিশ্চুপ  - ক্লান্ত ও প্রশমিত,
তবু দেহ-মন-স্বত্তার ইঞ্চিইঞ্চি ভুমি – তুমি ও তুমি,
কোষের অনু-পরমানুতে ভালবাসার অভ্যেসের ক্যান্সার -    
                                    ভালবাসার শেষ পুরুষ ।