নষ্ট ডাষ্টবিন !
বন্ধ ড্রেন !
উছ্বিষ্ট খাবার !
পুতিগন্ধময় পুকুর !
স্যাতসেতে দেয়াল !
ঝাঁঝরা ছাতাল !
অন্ধকার ঘর,
ভিতর এবং বাহির !


তেল চিটচিটে বিছানা, শায়িত কঙ্কালসম বৃদ্ব ।
বারান্দায় গোবর শুকনা, পাশে হাড্ডিসার অন্ধ।


খোকা ! খোকা ! বিদ্যুৎ কি চইলা গেল?
বিছানায় প্রস্ন !
খিক্‌খিক্‌ হাসি । কে হাসে ? খোকার মা ।  
বারান্দায় জবাব !


প্রায় এক যুগ হইছে,
খোকা বিদ্যুৎ নিয়া গ্যাছে !


বিছানায় ফোস ফোস নিঃশ্বাস,
মাঝেমাঝে গোঙ্গানির আভাস ।


ছলাৎ ! ছলাৎ ! ভুমধ্যসাগরের নীল পানি ,
ঝকঝকে রোদ্দুর, বোতলে স্বচ্ছ লাল পানি,
শুভ্র সাদা ইয়ট, পাশাপাশি আরাম চেয়ার ।
গর্বিত খোকা, অর্ধনগ্ন বউ - হলিডে কালচার !


খোকার মনে আনন্দের শিহরন,
ভাবছে, জীবনে দারুন এক অর্জন !