চেতনার উজ্জীবনের যাত্রা যখন প্রকট ও সম্পুর্ন,  
হৃদয়ের উদ্দীপনের মাত্রা যখন প্রগাড় ও পরিপুর্ন,
ভাললাগার উৎকলন যখন আবেগের ঢেউ-এ চুর্ন,


বিচ্ছুরিত তখন তোমার অদম্য জিঘাংসার রুপবর্ন !


সুখের রংধনুর পরিস্ফুটন যখন মাতাল ও বিচ্ছিন্ন,
মনের আলাপনের সুর যখন প্রকম্পিত ও বিষন্ন,
একাকিত্তের উন্মাদনা যখন ক্ষুব্দ্বতার সমুদ্দ্রে নিরন্ন,


প্রবঞ্চনার সুর তখন তোমার বাহান্ন ছলাকলায় প্রসন্ন !


অন্ধমনে আলোকিত ধুমকেতুর স্বচ্ছতা আন্দোলিত যখন,
হিয়ার নিকষিত মৌনতার সুতো ছিন্ন ও কুন্ঠিত যখন,
সুখানুভুতির উন্মাদ গতি মহাশুন্যে ভীষন ধাবিত যখন,


তীব্র বজ্রপাতের নিনাদ তখন তোমার নিশ্বাসের অনুরনন।  


বিবেকের নিকশ কুয়াশা যখন শুদ্ধ্ব রৌদ্রস্নানে বিপর্যস্ত,
আধুনিকতার প্রলেপের সন্দেহগোষ্টী যখন দারুন বিভক্ত,
স্বর্গীয় প্রশান্তির অবদমনীয় মাত্রা যখন অনাবিল প্রশস্ত,


কর্কশ শব্দগুচ্ছের ছুরিবৃষ্টি তখন তোমার বাচনে কন্ঠস্ত !


অভিমানী আত্মার ছায়া যখন পুনর্জীবনী মন্ত্রে স্বাধীন,
বিশুদ্ব লয়ের ছন্দে 'বিদেহী সময়' যখন ক্রমাগত পরাধীন,
স্ববিরোধী ভাললাগার প্রবাল যখন অনন্ত যাত্রায় ধাবমান,


তীর্যক তীরস্কারের শিলাবৃষ্টি তখন তোমার ভাষায় বহমান !