তোমার ভালবাসার স্রোতে ভাসব ভেবে -
রক্ত গোলাপ থেকে শাপলা হয়েছি,
তোমার গভীরে অবগাহন করবো ভেবে –
পাপড়ি থেকে লাল পদ্ম  হয়েছি ।
তোমার অস্তিত্বে বিলীন হবো ভেবে -
নিজস্বতা হারিয়ে রুপান্তরিত হয়েছি ।


ভালবাসব ভেবে এই-যে এত পরিবর্তন,
কিংবা বলা যায়,  অনুগত আত্ম-সমার্পন,
একে একে সবই করেছি, যদিও বৃথা ।
অথচ কখনও মনে হয়নি, দেবার কথা ।  


যখনই মনে হয়েছে,
তখনই মন ভেবেছে,


আমি এক বৃন্তহীন ভাসমান পত্র,
যার কোনও ক্ষমতা নেই আশ্বাস দেবার -
যার কোনও ক্ষমতা নেই বিশ্বাসী হবার -
যার কোনও ক্ষমতা নেই আকাংক্ষা করার ।  


শুধু পতিত পিঁপড়ার ক্ষুদ্র আশ্রয় হবার,
নির্বাসিত একটি ইচ্ছা আছে দুর্বার ।


তোমার সমস্ত ভালবাসার অনুপরমানু গুলো,
যদি অমন কিছু পতিত পিপড়া হয় !
তবে আমি অমন  রিক্ত ও বিবর্ন,
১০১ কোটি বৃন্তহীন পত্র হতে -
গভীর ও গোপনে নির্বাসিত হাজারো ইচ্ছা হবো ।  


আমারতো স্বেচ্ছায় বৃন্তহীন পত্র হবারও –
এতটুকু ক্ষমতা নেই ।