চমৎকার পরিপাটি বিছানা, সুগন্ধি ও আয়েশী।
দুটো দেহ পাশাপাশি শুয়ে। কোমল নারী ও
একটি লোমশ শরীর, মিষ্টি ওডোনিলের গন্ধ।
দারুনতো !


দেয়ালের রঙ -
দুধসাদা ? তুষারশুভ্র ?
তারচেয়েও সুন্দর সাদা দেয়াল ।
ক্যানভাসের রঙ –
সাদা ?  তামাটে ?
তারচেয়েও মলিন তেলচিটচিটে ক্যানভাস।


কোনও বিখ্যাত ছবি? অরিজিনাল পিস ?
শুধু কালো চারকোলের ঘষাঘষি ।
দুটো দেহ পাশাপাশি শুয়ে । কোমল নারী ও
একটি লোমশ শরীর, উচ্ছিষ্ট খাবারের গন্ধ।
দারুনতো !


প্রথম চিত্র - ঘরের শুভ্র ক্যানভাসে,
বাস্তব  এবং ফ্রেমে বাঁধানো নয়!
অভিজাত্যের একটি মানবিক চাহিদা।  


দ্বিতীয় চিত্র - দেয়ালের মলিন ক্যানভাসে,
বাস্তব এবং ফ্রেমে বাঁধানো !  
দারিদ্রতার একটি দৈহিক চাহিদা।


দুটো চিত্রেই - কোমল নারী ও একটি লোমশ শরীর।
মানুষ আর কুকুরের সহাবস্থান, বাস্তবতার চিত্র !