বৃষ্টি ঝড়ে যদিও আকাশে মেঘ নেই,
বজ্রপাত আর বিদ্যুৎ চমকেনোতে ভয় নেই,
একলা পথ চলতে অভ্যস্ত।
সবার কথায় সাইঁ দিতে গিয়ে,
ব্যাপক কর্মে অপরাজিত,
হারতে হারতে আমি অভ্যস্ত।
কিছু বেকার চিন্তায় চিন্তিত!
নির্ঘুমে রাত্রী যাপনে আমি অভ্যস্ত।
জোর পূর্বক করে হলেও নিজে ব্যস্ত,
প্রিয়দের সাথে কথা না বলে,
দিন কাটাতে আমি অভ্যস্ত।
যদিও অভ্যস্ত না,
নিজেকে সামলে নেওয়ার জন্য,
নিরুপায়ে এসব বলতে আমি অভ্যস্ত।