আমি সেই কিশোরী


আমি সেই কিশোরী
যার পাখির ডাকে ভাঙ্গে ঘুম।
আমি সেই কিশোরী
সকাল-সন্ধে খাবারের নেই ধুম।
আমি সেই কিশোরী
রাস্তার ধারে শবরী কাটায়।
আমি সেই কিশোরী
চাঁদের আলো দেখে মন ভরায়।
হ্যাঁ,  সেই কিশোরী আমি
রোজ বিকেলে পাতা কুড়ায়।
সেই কিশোরী আমি
নিজেকে প্রকৃতির সাথে সাজাই।
আমিই সেই কিশোরী
ফুটপাতে বসি দু’একটি পয়সার জন্যে,
আমিই সেই কিশোরী
পাগলের মতো ছুটি গহীন অরণ্যে।
হ্যাঁ,  আমি সেই কিশোরী
রাতে অজস্র তারা দেখি।
আমি সেই কিশোরী
ভাঙ্গা পেন্সিলে ছবি আকিঁ।
সেই কিশোরী আমি
ফেকলু-পার্টি জীবনযাপন,
সেই কিশোরী আমি
ধরণীতে কারও নয় আপন!
হ্যাঁ,  আমি সেই কিশোরী
গন্তব্যহীন পথ চলা।
আমিই সেই কিশোরী
জীবন কাহিনী যার যায় না বলা ।


                            ---- এলিয়েন