দেখি নাই আমি,
৫২'এর আন্দোলন দেখি নাই।
কেন তবে আলতাফ মাহমুদের সুরে,
শিয়রে উঠে গা?
মনিরুজ্জামানের গানে কেন নিজেকে
সংযত করতে পারি না?
দেখি নাই আমি,
৫২'কে দেখি নাই।
কেন তব সত্য সাহের কন্ঠে
এখন চোখে জল আসে ?
ভাষাযুদ্ধ তো দেখি নাই!
গানের স্রোতে কেন তবে মন ভাসে?
অবুঝ বেলায় তব গাওয়া হতো অগণিত।
ও বেলার কথা এ বেলায় ভাসলে,
হৃৎপিন্ড আবেগে আপ্লুত।
সত্য সাহের গান-
গাইতাম অগণিত।
আমি তো দেখি নাই বায়ান্ন।
দেশাত্ন গানে শরীর কেন শিহরিত?
দেখি নাই আমি,
৫২'এর আন্দোলন দেখি নাই।