আমি সূ্র্যকে প্রজ্বলিত দেখছি
সর্বশুচির মতো সূর্যের চাহনি।
শ্বেত আলো ঝলসানো চাদেঁর
স্তব্দ হয়ে বর্জন করি গ্লানি।
প্রকৃতির সবুজ রং এর বর্ণচ্ছটা
দৃষ্টপাতে আমি বিমোহিত ।
স্বচ্ছ আকাশে রংধনু বেশে
আত্ন কল্পিত মানব রচিত।
তস্কর ব্যক্তিও মধুর ব্যক্ত করছে আমায় নিয়ে,
আমি স্পষ্ট কর্ণপাত করছি।
সাধ্য নেই জবাব দিব,
কালঘুম ঘুমিয়েছি আর
মাটির নিচে দিবস যাপন করছি।