আমাকে ভাবতে দাও...💭
ঝড় আসার একটু আগের
শীতল হাওয়াটা বেশ লাগে।
ঠিক এমন সময় বেলকনিতে দাড়িঁয়ে,
ভাবি তোমায় অনুরাগে।
তবে আসতে না আসতেই,
হাওয়াটা শরীরে কেমন যেন
শীত বিছিয়ে দেয়।
কবি আপন মনে,
তোমায় ভাবনায় নেয়।
ভাবতে দাও আমায়,
প্যারেডের দিগন্তে দৃষ্টি ছুটে।
ঠিক এমন সময় যদি
হাতে চা-এর কাপ থাকতো!
তুমি ধোয়ায় মিশে যেতে।
ধূসর মেঘ হয়ে উড়তে।
যে জন্যে বেলকনিতে অপেক্ষা,
ঝড় হয়ে আসতে তুমি
ভিজিয়ে দিতে।
তবে ঝড় আসার একটু আগের
শীতল হাওয়াটা বেশ লাগে।