: বৃষ্টি পড়ছে...ঝিঝির ডাক শুনছো?
: নাহ তো!ঝিঝি ডাকছে?
: শুনবে কিভাবে? সারাদিন তো চার দেওয়ালে আবদ্ধ থাকো।ঝিঝির শব্দ হয়তো ভুলে গিয়েছো।
: তোমার ইচ্ছে হলে তুমিও আবদ্ধ থাকতে পারো।
: ওরকম ঘরকোণো স্বভাবের না আমি...
: হুম।। তাই ভালো।
: এত কম শব্দে কীভাবে পারো পূর্ণ বাক্য তৈরি করতে?
   কথার ঝুলি কি একেবারেই শূণ্য?
: ঝুলি পূর্ণ,কথা পূর্ণ,
   শ্রোতা শূণ্য বলে
   বক্তাও শূণ্য!
: তুমি বলতে চাইছো শ্রোতা এবং বক্তা একে অপরের পরিপূরক?
: হুম।। বলতে পারো।
: আমি তো শ্রোতা এখন ।তোমার কথা শুনছি।আর   তুমি বক্তা।এর মানে,আমি আর তুমি একে অপরের  
   পরিপূরক!
: পরিপূরকের বদলে অন্য কোনো শব্দ ব্যবহার করলেভালো হতো।
: আচ্ছা! পাঠকরা কি হবে তাহলে? যারা এখন
   আমাদের কথোপোকথন পড়ছে!
: ওরা ও শ্রোতার শ্রেণীতে পড়ে।
: তাহলে কি ওরা ও আমার মতো?
: হুম।।
: নাহ!আমার সাথে মিলিয়ে ফেলো না।আমি তোমার মন পড়ছি আর আবেগ ও পড়তে পারছি তোমার  চক্ষু দর্শন করে।আর পাঠকরা শুধু আমাদের কথোপোকথনই পড়ছে।এক কীভাবে হলো?
: তোমার কথার যুক্তি আছে!