বাধিনু ভালবাসার রাখি,
মায়ার কোন্দলে মায়াবতী আমি-
আটকে রাখি।
অতি ভালবাসায় হাজারো চিৎকার,
আশান্বিত অল্প তিরস্কার!
তিরস্কার অদূর দূরে,
পলক ফেলে-
বারি ঝরিয়েছ আখির।
জ্ঞানহীন তবু,
জ্ঞান দিয়েছি বহু!
ক্লান্ত মন,নিথর দেহ,
স্বল্প কিছু বুঝি।
আমি মায়াবতী পিছু টানে,
না শব্দে রাজি!


মায়াবতীর প্রেমে,
লক্ষ মায়ায় জড়িয়ে,
অদ্ভুত!
দৃষ্টি না দিয়ে মায়ায়,
ভালোবাসার আর্তনাদ।
বড়ই অদ্ভুত!
আমৃত্যু অপেক্ষার আশা,
বুঝিনু আমি মায়াবতী,
অদ্ভুত মানবের ভাষা ।
কি ভাবো?
অক্ষম বুঝাতে তুমি?
জ্ঞানবতী নয় তবু,
স্বল্প বুঝি আমি।
অদ্ভুত মানব,
বড়ই অদ্ভুত তুমি!
প্রতীক্ষার সমুদ্রে ভাসো?
হ্যাঁ! সেই ভেলাই আমি।


          -- এলিয়েন 💔।