আমি ভাবি না তোমায় এখন,
দেখি না আর তোমার চিত্র।
হরেক কথা জমিয়ে রাখলেও
লিখি না আর পত্র।
আমি ভাবি না তোমায় এখন
সত্যিই ভাবি না।
তুমি না বলতে!
আমি শুধু তোমার ভাবনায়?
শোন,আমি বলছি-
আমার ভাবনায় আজ তুমি নাই।
আর ভাবি না তোমায়।
কত কথোপোকথন,কত সংলাপ
আমার ডায়েরীতে বন্দি।
সেই ডায়েরীই আজ আমাকে
জিজ্ঞেস করে-"আমার পাতায়
তোর 'ও কে করিস না যে বন্দি?
তোকে নিয়ে কি সে করেছে কোনো ফন্দি?"
আমি নিরুত্তর!
আমি যে আর ভাবি না।
কোনো পত্র লিখি না।
সত্যিই তোমায় ভাবি না।
এই দেখ!
তোমায় ভাবি না এই ভেবে
কবিতা চয়ন করলাম।
কেমন অদ্ভুত তাই না?
কেউ ভুলে গিয়ে শান্তি পায়,
আর কেউ ভেবে তৃষ্ণা মেটায়।