ছিল একটি গাছ শখে
নাম তার ডালিয়া
সাঝের বেলায় আমায় দেখে
মুখটি রাখতো হেলিয়া
আজব এক প্রাণী দিল
বড় ফুলটি ছিঁড়িয়া
মন গহীনে দাগ কাটে এক
কষ্ট থাকতে চাই ভুলিয়া
বছরখানে যায় চলে যায়
বুকটা তুমিহীনা থাকে জ্বলিয়া
ওই মন আসিবে মন আসবে
সান্তনা দেই এই বলিয়া
আসিল সে দখিনা হাওয়া
হৃদয় মাঝে দুলিয়া
কি আজব! কি আজব!
এ যে আমার সেই ডালিয়া