যদি হতে চাও কবি- লেখক
মানুষ তোমায় বলবে ব্যর্থ প্রেমিক,
যদি রোজ রাতে নেশাতুর চোখে ফিরতে চাও
বলবে তোমায় কাপুরুষ,
যদি হতে চাও একাকী- নিজের মতো
তবে হতে হবে তোমাকে অসামাজিক,
যদি হতে চাও আদর্শ ছাত্র
বলবে তোমায়- "আসছে দেশ উদ্ধার করতে"
ধরবে টেনে তোমায়,  নিচে নামিয়ে আনতে।


তুমি নাকি লেখাতেই সীমাবদ্ধ!
তাহলে লেখনি দিয়েই না হয় জবাবটা দিও।
তুমি নাকি 'পা' চাটায় অভ্যস্ত!
না হয় একদিন চোখে আঙুল  দিয়ে দেখিয়ে দিও
তাদের 'পা' চাটার দৃশ্য!


আলোচনা- সমালোচনার শীর্ষ বিন্দু তুমি
তোমাতে রয়েছে তারুণ্যের জ্বয়ধ্বনি,
ভেঙে দাও,  গুঁড়িয়ে দাও
তাদের অশুভ উদ্দেশ্য!
তুমি তরুণ, তুমি চিরযৌবন
তেমাকেই করতে হবে সবকিছু পুনঃগঠন।।