এতো দিনে তোমার মধ্যে নূন্যতম কোন আগ্রহে দেখিনি!
আমি শুধু শুধু অনুভূতি গুলোকে পুড়িয়ে যাচ্ছি।
এই পোড়া অনুভূতি আমারই থাক, তোমাকে সুবাস গুলো দিয়ে গেলাম।
এই সব অবহেলা, ব্যস্ততা আমারই থাক,
সব গুরুত্ব, শর্তহীন যত্ন গুলো দিয়ে গেলাম।
এক সমুদ্র ভালোবাসা তোমাকে দিয়ে গেলাম, আমি শুধু নোনা জলরাশি নিয়ে গেলাম।
তোমার দুঠোটে, চোখে-মুখে থাকুক হাসির পসরা, আর আমার দুচোখে থাকুক ধারা!


কতো নির্ঘুম রাত, আর্তনাদ, নীরব ব্যাথা আমার থাক,
তোমাকে ঘিরে থাকুক সুখের অজস্র সব ইচ্ছেগুলো।
এই গভীর কালো প্রতিক্ষা গুলো আমাবস্যা রাতের সাপ হয়ে আমাকে দংশন করুক।
পোড়া হৃদয়ের ক্ষত জমে জমে আমার পুরো দেহটাকে ক্ষতবিক্ষত করুক।
আপনার হৃদয়ে নির্মল ফুল ফুটুক - কোন রাজপ্রাসাদ থেকে ভ্রমর এসে ফুলকে পরিপূর্ণতা দিক।
এইসব কষ্ট, বেদনা, না পাওয়া, অবহেলা আমার নৃত্যদিনের সঙ্গী- এগুলোতেই আমি সুখি!
জোছনার আলো আমার জন্য না, জোছনার তেজ সহ্য করার শক্তি আমার নেই।
আমার সব আবেগগুলো অবহেলার আগুনে পুড়ে পাথর হয়ে থাক,
শেষ ইচ্ছে হোক এই পাথরে আমার সমাধি!


তোমার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ, হাসি আর সুখের তরীতে- যার গন্তব্য হোক সীমাহীন।
ইচ্ছে হচ্ছে কলিজা কেটে তোমাকে দিয়ে যায়, কিন্তু আমার বোবা কান্নার জলে কলিজা বিলিন হয়ে গেছে!
তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আর অবশিষ্ট নেই।
শূন্যতার ভেলায় চড়ে আমি পাড়ি দিতে পারব অন্ততকালের এই যাত্রা।
এই শূন্যতা অসীম, সেখানে আমার সব বেদনা, কষ্ট সহজে ঠায় পাবে।
তুমি ভালো থেকো, গাছে যেমন শুভ্র গোলাপ ফুটে থাকে তেমন।।