অন্ধ গোর
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)


সব ছেড়ে একদিন অন্ধ গোরে যেতে হবে
সঙ্গে নাহি যাবে কেউ শুধু যাবে একা গোরে
নিধিরাম করে খেলা স্বপ্ন দেখা ঘুম ঘোরে
দুনিয়াবি বাহাদুরি অট্টালিকা গড়ে সবে।


সংসার মোহ গড়ে দেয় যতো পিছুটান
সৃষ্টিকর্তা ভালোবাসা নাহি মেলা ভবে তার
তবু তারা সেই কাজ করে ফিরে বারবার
খোদা ভীরু প্রেম নেই কাফেরের শয়তান।


যুগে যুগে কাপুরুষ ইসলাম ধর্ম বন্ধে
পায়তারা কামিয়াব গড়ে তারা বিশ্ব মাঝ
সফলতা দেখে নাই জালেমের রণসাজ
হানাহানি রাহাজানি যুদ্ধবিদ্যা করে অন্ধে।


ক্ষমতার কাড়াকাড়ি করে তারা হাত মেলে
সবকিছু অর্থহীন রুদ্রমূর্তি ভবে শেষ
সীল মোহ আকাঙ্ক্ষার স্বপ্নগুলো দেহ শেষ
দাও ক্ষমা অন্ধ গোরে প্রভু তুমি বাতি জ্বেলে।
.                      ##########                                                                 .                   মোঃ আব্দুল আলীম
                       রাজগঞ্জ বাজার
                               যশোর
                         ০৫/০২/২০২২
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪