এসেছি এসেছি কালের বিবর্তে
গাছের ঝরাপাতার মত
ঝরেছে আমার কতো যে বছর
সেকি আর তোমরা জানতে?
আশি বছর পর, তোমাদেরই পানে
এসেছি যখন আবার
কৈশোর,যৌবন,বয়স পেরিয়ে
বৃদ্ধ বয়সে ফিরে।
তোমরা জানতে.............
আমি কখনো ফিরবোনা।
আমিও জানতাম.............
তোমাদের মাঝে হবেনা ফেরা।
শ্বেতপাথর নিয়ে যখন করেছি স্বর্গরচনা,
শ্বেতপাথরই করেছে আমাকে অবজ্ঞা।
এক সময় স্বপ্ন দেখতাম........
সাগরের ভিতর ঝিনুকের মধ্যে মুক্ত থাকে।
যতই দুর্ভেদ্য হোক........
মুক্ত আমি আনবো ঝিনুক হতে
এটিই আমার পণ।
বাংলা মায়ের সবুজ নীল আকাশে
ছিল ডানা মেলা স্বপ্ন।
একে একে ডানা ভেঙ্গে করলো আমায়
আহত এক পাখি।
অসীম স্বপ্নের স্বর্গ রচনা
ভেঙ্গে হলো খান খান।
অথচ,স্বপ্নকে জয়ের জন্যই
ছেড়েছিলাম ঘর-বাড়ী।
দেখ আমি ফিরেছি.......
আহত স্বপ্নগুলি বুকে নিয়ে
তোমাদেরই মাঝে খালি হাতে,
ভাবিনি কখনো.............
তোমরা নেবে আবার আমায়
বুকের মাঝে আপন করে।
               ############