স্বাধীনতা
মোঃ আব্দুল আলীম


একটি কবিতা লেখা হবে,
কাগজ ছিড়বে,কলম ভাঙ্গবে,
লক্ষ মানুষের উন্মাদনা জাগরণে
জনতা ভিড়বে কবির আগমনে।
কবি লিখবে,কবি সুধাবে বাণী
কখন আসবে কবি রক্ত খেলে ধমনী
এসেছে এখানে সব শ্রেনীপেশার মানুষ
অধীর আগ্রহে কবির কন্ঠে পাগলপারা কথা।
সবুজ ঘাসের উদ্যানে ভরেছে পায়ের মেলায়
কবি সাড়া জাগাবে সংগ্রামী বার্তায়,
এখনো আসেনি কবি........
ভাসেনি তার ছবি।
অধীর আগ্রহে মৃত্যু ভয়কে উপেক্ষা করে
ময়দানে জোয়ার পুলকিত মন ভরে
কবির আগমনী বার্তায়,
অবশেষে কবি আসে জনসভায়।
পলকে ক্যামেরার ঝলকে ঝলকে একাকার
কবি সুধাবে আশার বানী উচ্ছাসিত মনোবিকার
অবশেষে কবি সুধালো "এবারের সংগ্রাম,
মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম।
                            ##########
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর।