আশা
-মোঃ আব্দুল আলীম


ঐযে সূর্যটা উঠে রোজ
কে রাখে তার খোঁজ
কোথায় গিয়ে থামিবে রথ
জানেনা সবে ঐ কক্ষপথ।


জানে শুধু ঐ একজন
তার কথা ভুলেছে মন
ঠিকই একদিন হবে স্বরণ
সে দিন আসিবে মরণ।


নামাজ রোজা কিছইু নাই
কেমনে আমি দু'হাতে চাই  
রোজ হাসরে বিচার ক্ষণে
পাবো জান্নাত আশা মনে।
       #######
     রাজগঞ্জ বাজার
          যশোর
     ২৫/১০/২০২১