ঘুড়ির নেশা  
মোঃ আব্দুল আলীম


ও-রে তোরা চল্ রে সবাই চল্
এখুনি ঘুড়ি হাতে লাটাই নিয়ে চল্
ঐ যে ঝিরঝিরানি বাতাস বইছে চল্
আয়রে সিঙ্গের বিলে ঘুড়ি উড়াই চল্।


ঐ আকাশে সাদা মেঘে ঘুড়ির মেলা'
আমার ঘুড়ি মেঘের ভিতর লুকোচুরি
সুতা ছাড়লে এদিক ওদিক দিচ্ছে টান
কি মজারে ভাই ঘুড়ির শব্দে মরি।


আ-রে দাদা কোথায় বলতে পারিস?
আ-রে ঘুড়ি দেখ,দাদাকে পরে ভাবিস
না-রে দাদার সঙ্গে ছিলো আড়ি
আ-রে তুই দেখি দাদার ভয়ে মরিস?


আমার ঘুড়ি উড়ছে দেখে লোকের ঢল
বেত বাজনা বাজে দাদার কালা কানে
ঘাপটি মেরে ছিলো  দাদা ঝিলের ধারে
ঐ আসছে দাদা তেড়ে, কিছুনা মানে।
  
দাদার দেখে লাটাই ছেড়ে ছুটে পালাই
দাড়া?ধরলে ঘুড়ির নেশা যাবে কানটাও
ছুটে ক্লান্ত,দাদা ধরে দিলো মলে কানটা
আহঃঘুড়ি লাটাই সুতা,গেলো মানটাও।
                                  #########
                               রাজগঞ্জ বাজার  
                                      যশোর
                              ১৩/০২/২০১৯