স্মৃতি কথা
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
মনেরও জানালায় ফুটেছিলে অলি বেসে
কতোইনা কথা ছিল যৌবনের ভরা নদে
হৃদয়ের সবকটি জানালার ছিদ্র কাঁদে
লাজ ভুলে ভাসমানে শত ভিড়ে কি আবেসে।


অচেনারা কাছে ভিড়ে নিতে চাই বাহুডোরে
পারিনারে তারে ভুলে অচেনাকে সঙ্গে নিতে
ওরা যে যা বলে তাই,লাজে মরি আরো ভীতে
সুন্দর এ সেতু ছেড়ে যেতে হবে করিডরে।


ও আমার সঙ্গে সাথে যারা ছিল অলি বেসে
তারা কেন জাগে নারে, অচেনারে কিছু বলে
একদিন পাবিনারে আপনকে দুরে ঠেলে
ভোমরের গুন জনে ভীরু দের ভালোবেসে।


ও ভীরুর দল শুনো,যাবে পিছু টান ছেড়ে
অশ্রু ভেজা নোনা জলে শত স্মৃতি উঁকি দেয়
ভোমরও বেসে পাবো নাকো তারে ভেবে ভয়
ভাবি নাই ক্ষনকালে শুন্যে দিব তারে ছুঁড়ে।।
                                       #########
                                   রাজগঞ্জ বাজার
                                          যশোর
                                      ০৬/০৭/২০২০
(ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪)